আপনার ব্লগার অথবা ওয়াডপ্রেসের জন্য টেম্পেলেট বানাতে চান? এখানে সল্পমূল্যে তৈরি করা হয়। এখনি Order করুন।

নীতিমালা

বাংলা ভাষার একমাত্র ব্লগার ব্লগ "WP | টেকটিউন" তে আপনাকে স্বাগতম। "WP | টেকটিউন" তে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন।

টিউন করা সংকান্ত নীতিমালাঃ

  • প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
  • সকল টিউনের মূল ভাষা অবশ্যই বাংলায় এবং টিউনে কমপক্ষে ৮০ ভাগ বাংলা ভাষা থাকতে হবে,  ইংরেজি বা অন্য কোন ভাষায় টিউন করা যাবে না।
  • ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কোন টিউন করা যাবে না।
  • নিজের লেখা নয় এরকম, অন্য কোন ব্লগ থেকে বা অন্য ব্লগারের বা অন্যের লেখা বা অন্য কোন উৎস থেকে হুবহু বা আংশিক কপি পেস্ট করে বা নিজের নামে টিউন করা যাবে না। প্লেইজারিজম থেকে সর্বদা বিরত থাকুন।
  • পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, লেখক নিজে হুবহু টিউন করতে পারবে।
  • কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে টিউন করা যাবে না।
  • অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।
  • টিউন করার পর, নিচে আপনার ব্লগের নাম/লিঙক দেওয়া যাবে।

মন্তব্য করা সংক্রান্ত নীতিমালাঃ

  • যহেতু এটি "DISQUS"  comment system, তাই আপনার সোসাল এ্যাকাউন্ট বা ইমেল দিয়ে Log In করে কমেন্ট করতে পারবেন।
  • প্রচারণার উদ্দেশে মন্তব্য কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
  • মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই সাইট বহন করে না।
  • কাউকে গালিগালাজ করা যাবে না।