আপনার ব্লগার অথবা ওয়াডপ্রেসের জন্য টেম্পেলেট বানাতে চান? এখানে সল্পমূল্যে তৈরি করা হয়। এখনি Order করুন।

Thursday, September 4, 2014

আপনার Blogger সাইটের জন্য সুন্দর একটি 404 পেজ টেম্পেলেট তৈরি করুন।

10:29 PM

Share it Please


যে কোন ওয়েবসাইটের জন্য ৪০৪ পেজ টেম্পেলেট অবস্যক। মানে থাকতেই হবে। ৪০৪ পেজ সাইটের জন্য অনেক উপকারি। এটা ভিসিটরকে সাইটে রেখে  SEO এর বড় ভূমিকা রাখে । Visitor যদি কোন ভূল লিঙকে প্রবেস করে তবে আমাদের ব্রাজার তাকে ব্রাজার ভুল দেখাবে, কিন্তু আমরা যদি একটা ৪০৪ পেজ নিজেরা করি তাইলে ভিসিটর ভুল লিঙকে গেলেও তাকে আমদের সাইটে রেখে আমাদের ৪০৪ পেজ দেখাবে। এবং সহজেই সে আবার মূল পেজে যেতে পারবে।

404/৪০৪ পেজ সাধারণত funny হয়ে থাকে।

কয়েকটি 404 পেজ দেখে নিন।


সাইট URL http://wptechtune.blogspot.com/ এর পড় যে কোন word দিয়ে দেখতে পারেন। 
URL ঠিক না হলে 404 পেজে নিয়ে যাবে।

GitHub 404 Page

আর একটু fun করার জন্য এইটা দেখেন।



এখন আসি Blogger সাইটে ৪০৪ পেজ কিভাবে তৈরি করবেন।
Setting এ গিয়ে এটা দেখুন।


<div style="text-align: center">
    <img src="ইমেজের url" alt="not found"/>
    <h2>Go <a href="সাইটের url">Home Page</a></h2>
</div>


ইমেজের url - । এই লিংক Google Image এ দেখুন অনেক ইমেজ পাবেন। এখান থেকে একটি ব্যহার করুন।

সাইটের url - যেমন আমার সাইট: http://wptechtune.blogspot.com/

আমার আগের টিউন--

Blogger দিয়ে কি টেকটিউনসের মতো web 2.0 ওয়েবসাইট বানানো যায়? আসুন দেখি নি কি ভাবে Blogger দিয়ে Multi-Author ওয়েবসাইট বানাবেন।